প্রিয় সুধী,
সুহৃদ বাংলাদেশ-“হাত বাড়িয়ে দাও”- এই স্লোগান নিয়ে এর যাত্রা শুরু।
আমরা হাত বাড়িয়ে দিতে চাই সেই সব বৃদ্ধ/বৃদ্ধাদের প্রতি, যারা সন্তান-সন্ততিহীন এবং যাদের দেখাশোনা করার মত কোন আত্মীয়-স্বজনও নেই।
আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আপনার সামান্য সহায়তা একটি দুঃখী, সহায়হীন, বিষন্ন মুখে ফুটিয়ে তুলতে পারে কৃতজ্ঞতার অনাবিল হাসি।